Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৬

সাদুল্লাপুরে জাতীয় শোক দিবস পালিত

সাদুল্লাপুরে জাতীয় শোক দিবস পালিত

সাদুল্লাপুর প্রতিনিধি►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, সাদুল্লাপুর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগি সংগঠন, সাদুল্লাপুর প্রেসক্লাব, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস, সাদুল্লাপুর সরকারি কলেজ, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ, জয়েনপুর আদর্শ কলেজ, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর কেএম সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল ইসলাম, সাদুল্লাপুর থানার ওসি মোঃ মাহাবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার হান্নান পিন্টু, বঙ্গবন্ধু প্রেমিক শিক্ষক আজিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শিক্ষক ওসমান গনি প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad