সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সহ-সভাপতি আব্দুর রউফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বজলার রহমান বিপুল, কোষাধাক্ষ্য কবির হোসেন, উপজেলা যুব জোটের সভাপতি শফিজল হক, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রামানিক, তাজুল ইসলাম প্রমুখ।
এর আগে উৎসব মুখর পরিবেশে কেক কাটেন দলটির নেতা-কর্মীরা।