নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কিছু পরিবার। এসবের মাঝে শুকনো খবার ও ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের আয়োজনে খাদ্যসামগ্রীও ঢেউটিন বিতরণ করা হয়। শুকনো খাবারের প্রত্যেক প্যাকেজে ছিল- চাল, মশুর ডাল, লবন, চিনি, সোয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এছাড়া ঘরবাড়ি বিধ্বস্তদের প্রত্যেকের ২ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, সাদুল্লাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাংবাদিক আব্দুল কাফি সরকার প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, সম্প্রতি এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ ঝড়ে ক্ষতির শিকার হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগের কবলে পড়া মানুষদের ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়। পর্যাক্রমে আরও খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হবে।