সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার আমেরিকান ডলার প্রতারক চক্রের মূল হোতা নুরু মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ মে) রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের সোনা মন্ডলের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (সোমবার, ২৭ মে) তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার নুরু মন্ডল সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নুরু মন্ডলের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরায়ানা রয়েছে। এছাড়া আমেরিকান ডলার দিয়ে প্রতারণার অভিযোগে ২০টির অধিক মামলা আদালতে বিচারধীন রয়েছে।