তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
আজ (সোমবার, ২৬ মে) সকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ধাপেরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্টিফিকেট পেশকার আনন্দ সরকার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলন সহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পাবেন।