Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর বিলে মিললো যুবকের লাশ

সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর বিলে মিললো যুবকের লাশ

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর মিলন শেখ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের নয়াপাড়া এলাকায় দুধ কোমর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিলন ওই ইউনিয়নের তরফজাহান গ্রামের দুলা শেখের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় মিলন বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই এলাকায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে ওই বিলের পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে গিয়ে পরিচয় সনাক্ত করেন।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad