তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমের সর্ম্পকের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ধর্ষণের পর ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। পরবর্তীতে অভিযুক্ত প্রেমিক সুকৌশলে ৫ মাসের অন্তঃসত্বা ওই তরুণীর গর্ভপাত ঘটান।
এসব ঘটনার অভিযোগে প্রেমিক নাইম মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ মে) রাতে ওই তরুণীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন।
প্রতারক প্রেমিক নাইম মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নাইম মিয়া প্রতিবেশি এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পরে। বিষয়টি জানাজানি হলে প্রতারক প্রেমিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ খাওয়ায়। এরপর গত ২৬ মে হঠাৎ করে ওই তরুণী পেটের ব্যাথা অনুভব হয়। তখন স্বজনরা তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে সে একটি মৃত্যু বাচ্চা প্রসব করে। ওই তরুণীর বাবা-মা জানান, মামলা দায়ের করার পর নাইম ও তার পরিবারের লোকজন হুমকি প্রদান করছে। এখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা এই ঘটনার বিচার দাবি করছেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, বিষয়টি তদন্ত এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।