সাদুল্লাপুর প্রতিনিধি ►
মুছে যাক গøানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা . রোকসান বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব ।
সভায় আরো বক্তব্য রাখেন
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক, থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সমাজ সেবা অফিসার মানিক চন্দ্র রায় বীর মুক্তিযোদ্ধ আব্দুর রশিদ আজমী সহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ। এ-সময় বক্তারা বলেন,বাংলা নববর্ষ আমাদের নিজেস্ব সংস্কৃতি,আমরা বাঙ্গালী আমাদের নিজেস্ব কৃষ্টি কালচারকে ধরে রাখবো।যদিও কালক্রমে আমরা হারিয়ে ফেলছি অনেক কিছুই যে টুকু অবশিষ্ট রয়েছে তা রক্ষায় আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।