Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৩, সময়ঃ রাত ০৭:১৭

সাদুল্লাপুরে মহান শহীদ দিবসের ঘটনায় সাময়িক বিশৃংখলার সৃষ্টি 

 সাদুল্লাপুরে মহান শহীদ দিবসের ঘটনায় সাময়িক বিশৃংখলার সৃষ্টি 

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলায় গত মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপজেলা আওয়ামী লীগকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য বেশ কয়েকটি সংগঠনের পর তাদের সংগঠনের নাম ডাকাকে নিয়ে তাৎক্ষনিক প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় সাময়িক বিশৃংখলার সৃষ্টি হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে পর্যায়ক্রমে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংদস সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, সাদুল্লাপুর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার্স ক্লাব, সাদুল্লাপুর আনসার ও ভিডিপি, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পর বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা ও সকল অঙ্গ সংগঠনকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য ঘোষক ঘোষনা দেন।

তখন তাৎক্ষনিক উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহারিয়া খান বিপ্লব শহীদ মিনারের দক্ষিণ পার্শ্বে অবস্থানরত ঘোষক মোস্তাফিজার রহমান ফারুকের নিকট থেকে মাইক্রোফোনটি নিয়ে এর প্রতিবাদ জানান।

কেন উপজেলা অফিসার্স ক্লাব, সাদুল্লাপুর আনসার ও ভিডিপি, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পর আ’লীগের মতো এতবড় একটি রাজনৈতিক দলকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য ডাকা হলো এ জন্য স্থানীয় প্রশাসনের কাছে তিনি ব্যাখা চান। এ ঘটনায় সাময়িক বিশৃংখলার সৃষ্টি হয়। পরবর্তীতে বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভাতেও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক একই বিষয়ে ব্যাখ্যা চান উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম জানান, বিগত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে উপজেলা উদ্যাপন কমিটি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই তালিকা তৈরী করেন। তারপর থেকে এভাবে চলে আসছে।   
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad