তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ৩ ছেলে ও এক ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (রবিবার, ৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার ৪ জনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত. আব্দুল মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির ছেলে আব্দুর গফুর চৌধুরী (৫০), নুর আলম চৌধুরী (৪০) ও রুহুল আমিন সজীব চৌধুরী (২৮) এবং ছেলে নুর আলম চৌধুরীর স্ত্রী সুমি আক্তার (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে এলাকাবাসী ওই গ্রামের মৃত. আব্দুল মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী মমতাজ বেগমের লাশ তাদের বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে পরে থাকতে দেখেন। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এবং জিজ্ঞাসাবাদের জন্য ৩ ছেলে ও এক ছেলের বউকে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরির্দক (এসআই) সুপদ হাওলাদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে মমতাজ বেগমের নামে কিছু জমি আছে। সেই জমির লোভে পরে ছেলের বউ ও ছেলেরা মিলে তাকে হত্যা করে লাশ বাড়ির পিছনে ফেলে রাখে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, এই ঘটনায় রোববার সকালে নিহতের ছোট মেয়ে নুরিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ ছেলে ও এক ছেলের বউকে গ্রেপ্তার দেখায়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।