Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২৪, সময়ঃ রাত ০৮:১০

সাদুল্লাপুরের রসুলপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সাদুল্লাপুরের রসুলপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। 

আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট) রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে ইউপি সদস্য ও এলাকাবাসী অংশ নেন। 

ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন রসুলপুর ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, ছাফের আলী, খোরশেদ আলম, বকুল মিয়া, মধু মিয়া, উপজেলা যুব জামায়াতের নেতা মাইদুল ইসলাম, এলাকাবাসী জাকির হোসেন, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক প্রমূখ।

বক্তারা বলেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান অধিকাংশ ইউপির সদস্যদের সঙ্গে অশোভনীয় আচরণ করেন। এছাড়া ওই ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম করেছেন। এসব কারণে অবিলম্বে এই চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ‘আমি কোন দুর্নীতির সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad