নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাদুৃল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহারিয়া খান বিপ্লব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা রেজাউল করীম ভুট্রু নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের পাটানোছা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালিয়ে সাদুল্লাপুর উপজেলা শহরে যাচ্ছিলেন বিপ্লব। পথে পাটানোছা এলাকায় পৌঁছলে ব্যাটারি চালিত একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন বিপ্লব ও তার সাথে থাকা একজন। পরে আহত দুইজনকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।