আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও অন্যতম ক্রীড়া সংগঠক নওগাঁর কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেলকে সিআইপি (ট্রড) সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে সিআইপি (ট্রেড) কার্ড প্রদান করা হয়েছে। দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১সালের জন্য দেশের ১৮০জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে সরকার। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের নেতাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম আহসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আগামী এক বছরের জন্য এ সিআইপিরা সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।
এছাড়া সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য লেটার অব ইন্টোডাকশন দেবে। এমন সম্মাননা স্মারক অর্জন করায় নওগাঁর সকল শ্রেণির ব্যবসায়ী সংগঠন ও সুধীমহলের পক্ষ থেকে মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিমত ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল বলেন যে কোন সম্মাননা একজন মানুষকে পুরো উদ্দ্যোমে সামনে এগিয়ে যেতে অনেক বড় পাথেয় হিসেবে কাজ করে। দেশের জাতীয় স্বার্থে সামান্য অবদান রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দেশের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার নিদর্শন ও তার আদর্শকে বুকে ধারণ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আগামীতে বঙ্গবন্ধুর কন্যা মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।