
সুদানে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধায় পৌঁছেছে—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার মরদেহ তার বাড়ি গাইবান্ধায় পৌঁছেছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় হেলিকপ্টারযোগে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট হেলিপ্যাডে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার বাড়ি জেলার পলশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সবুজ মিয়া ওই গ্রামের মৃত হাবিদুল ইসলামের ছেলে।
রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন আলভি জানান, সবুজ মিয়াকে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে গত ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ঘাঁটিতে দায়িত্বরত ৬ সেনাসদস্য নিহত হন। এছাড়া ৮ সেনাসদস্য আহত হন। আহতরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিহত শান্তিরক্ষী সেনাদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।