নিজস্ব প্রতিবেদক ►
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলমের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর কোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।
বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরের দিকে 'ইউএনও সুন্দরগঞ্জ' নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন তিনি।
তিনি সেখানে লেখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর কোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবি করা হচ্ছে। এ বিষয়ে কোনো প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম বলেন, বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মোবাইল ফোনে আমাকে জানান। তাদের কাছে ইউএনও অফিসের সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল। প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক করতে।