সুন্দরগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ডের বেলেরতল নামকস্থানে অভিযান চালিয়ে আটজন জুয়াড়িকে গ্রেপ্তার ও ২১ হাজার ৩৪০ টাকা জব্দ করেছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হামিদুল ইসলাম, মোন্তাজ আলী, জসিম মিয়া, নুরুন্নবী খন্দকার, রওশন আলম ,মহির উদ্দিন, আব্দুল জলিল ও মুকুল মিয়া। থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানে হয়েছে।