Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৫-২০২৪, সময়ঃ সকাল ১১:৫৯

সুন্দরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বন্যার আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা

সুন্দরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বন্যার আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বন্যার আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ মে) জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় রাইমস্ এর কারগিরি সহায়তায় বেসরবরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউণ্ডেশন এর বাস্তবায়নাধীন এই প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় এসকেএস এর ভিশন মিশন ও মৌলিক মূল্যবোধসমূহ এবং সংস্থার অন্যান্য বন্যা সংক্রান্ত প্রকল্পসমূহ ও সেইসাথে জার্মান ফেডারেল ফরেন অফিস এর অর্থায়নে বন্যার আগাম সাড়াদান প্রকল্প জিএফএফও এন্টিসিপেটরী একশন বিষয়ে উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার পাল। 

সভায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, দুর্যোগ স্বেচ্ছাসেবক, স্কুল শিক্ষক, সরকারি বিভাগের প্রতিনিধি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অন্যানের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ সচিব ও দুর্যোগ ব্যবস্থানার কমিটির সদস্য সসচিব মো: শাহানুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রফিকুল ইসলাম, সিএমসি এর প্রধান নির্বাহী মো: আমিনুল ইসলাম প্রমুখ । 

উল্লেখ্য, এই প্রকল্পটি সুন্দরগঞ্জ উপজেলায় ৪ ইউনিয়নে যথা-ভেলকা হরিপুর,চণ্ডিপুর ও কাপাসিয়ায় কাজ শুরু করেছে। প্রকল্পের আওতায় এই ইউনিয়নে মোট ১২০টির মত পরিবার সরাসরি উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad