সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ কুটিপাড়া গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় প্রতিপক্ষের সাথে এলাকাবাসির দফায় দফায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৬৫ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে এলাকাবাসি চলাচল করে আছে। হঠাৎ করে গত একমাস আগে ওই গ্রামের দুলা মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম তার বসতবাড়ি সীমানায় জনসাধারনের চলাচলের রাস্তাটি বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে নিয়ে গাছ রোপন করে দখলে নেয়। সে কারনে হাজারও এলাকাবাসি এবং শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে যায়।
গত এক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে দফায় দফায় উত্তেজনা বিরাজ করছে। রাস্তাটি বন্ধের কারণে এলাকাবাসীকে জমির আইল দিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসির পক্ষে নুরুন্নবী মিয়া কয়েক দফা রাস্তাটি খুলে দেয়ার জন্য রিয়াজুলকে অনুরোধ করলে আজও কোন সুরাহা হয়নি। এলাকাবাসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন করলে চেয়ারম্যান কয়েক দফায় বিষয়টি মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নিবার্হী অফিসারকে অবগত করেছেন।
প্রতিপক্ষ রিয়াজুল ইসলাম দাবি করছেন রাস্তাটি রেকর্ডভূক্ত নয়। তার বাপ-দাদার ভিটামাটির উপর দিয়ে এতদিন ধরে এলাকাবাসি চলাচল করছিল। এখন সে আর ওই পথ দিয়ে চলাচল করতে দিবে না।
ইউপি চেয়ারম্যান কনক কুমার গোষ্মামী জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মিমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্ত প্রতিপক্ষ মিমাংসা মানছে না। এক্ষেত্রে তার কিছু করার নাই।
উপজেলা নিবার্হী অফিসারের পক্ষে সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান জানান, তিনি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তাটি বন্ধ করে দেয়ায় এলাকাবাসির চলাচলের বিঘ্ন ঘটছে। জনস্বার্থে রাস্তাটি খুলে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।