Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৭ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে চোর সন্দেহে পিটুনি, ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

সুন্দরগঞ্জে চোর সন্দেহে পিটুনি, ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মৃত্যু

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে গরু চোর সন্দেহে পিটু্নিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুলালী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। দুলালী ওই গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওই গ্রামের আব্দুল গণি মিয়ার বাড়িতে এবং সালামের মৃত্যু হয়েছে শনিবার (১ নভেম্বর) সকালে। সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।  

স্থানীয়দের নিকট থেকে এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে টিপ টিপ বৃষ্টি পড়া অবস্থায় সালাম মিয়া আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর আব্দুল গণি মিয়ার স্ত্রী দুলালী বেগম ঘুম থেকে জেগে উঠে গরু দেখার জন্য গোয়াল ঘরে যান। সেখানে তিনি সালাম মিয়াকে দেখতে পেয়ে বিষয়টি তার স্বামী আব্দুল গণি মিয়াকে জানান। তিনি ঘর থেকে উঠে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করেন। এক পর্যায় সালাম নিস্তেজ হয়ে পড়লে, বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছের সাথে তাকে বেঁধে রাখেন। শনিবার সকালে তাকে আবারও মারপিট করার এক পর্যায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ। পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট করেন এবং লাশ ময়না তদন্তের জন্য মগে পাঠিয়ে দেন। এ ঘটনায় দুলালীকে বেগমকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুস সালাম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি দীঘদিন থেকে দিন-রাত ঘুরাঘুরি করে বেড়ান এবং হাট-বাজারের সাহায্য নিয়ে সংসার চালান। তার তিনজন সন্তান রয়েছে। তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়নি। সে মূলত বৃষ্টির কারণে আব্দুল গণির গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল।

থানার ওসি বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। মালার প্রস্তুতি চলছে। প্রকৃত অপরাধীদের সনাক্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad