সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজার অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার দিবাগত রাতে পুলিশ খামার ধুবনি গ্রামের হিরালাল রবিদাসের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৬০ লিটার চোলাই মদসহ হিরালারকে গ্রেপ্তার করে।
হিরালাল ওই গ্রামের সুমারু রবিদাসের ছেলে। হিরালালের তথ্য মোতাবেক উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি ফজলুল হককে আটক করে। ফজলুল পূর্ব বেলকা গ্রামের আব্দুল জোব্বার মিয়ার ছেলে। থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।