Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তহমিনা বেগম (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তহমিনা বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন লোকাল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনের অদূরে সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে পৌঁছিলে তহমিনা বেগম রেললাইন লাইন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ এসআই সাহেব গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের উপস্থিতিতে স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad