Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৬

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। 

আজ রবিবার (১৭ মার্চ) ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, এনজিও সংস্থা, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। 

কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, অফিসার ইনচর্জ মো. মাহবুব আলম, উপজেলা পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চান্দ, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক মো. মোশাররফ হোসেন বুলু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত সরকার। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় দিবসটি পালনে  আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad