Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১-২০২৪, সময়ঃ সকাল ১০:৫০

সুন্দরগঞ্জে বস্তায় সবজি চাষে কৃষকের ব্যাপক সারা

সুন্দরগঞ্জে বস্তায় সবজি চাষে কৃষকের ব্যাপক সারা

এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ

বসত বাড়ির উঠানে, আঙ্গিনায়, পরিত্যক্ত জমিতে অল্প খরচে বস্তায় সবজি চাষ কৃষকের মাঝে ব্যাপক সারা ফেলেছে। কোন প্রকল্প বা প্রদর্শণীর মাধ্যমে নয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সচেতনামুলক প্রচারণায় উদ্বদ্ধু হয়ে কৃষকরা বস্তায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে। 

উপজেলায় কমপক্ষে ২০০ জন কৃষক বাড়িতে ইতিমধ্যে বস্তায় সবজি চাষ করে সারা ফেলেছে। পরিবারের চাহিদা মেটানোর পর অনেকে বাজারে বিক্রি করছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার কমপক্ষে ২০০ জন কৃষক ১ হাজার ৬৫৫ বস্তায় মরিচ, ১ হাজার ৬৬৬ বস্তায় বেগুন এবং ২ হাজার ১৫৫ বস্তায় আদা চাষ করেছে। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের বস্তায় সবজি চাষ পরিদর্শন করেছেন গাইবান্ধা কৃষি অধিপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন প্রমুখ। 

উপজেলার রামজীবন ইউনিয়নের সুর্বণদহ গ্রামের পরেশ চন্দ্রের ভাষ্য উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের পরামর্শক্রমে বস্তায় সবজি চাষ শুরু করে। প্রথমে তিনি ২৫টি বস্তার মধ্যে জৈব সারসহ মাটি মিশিয়ে বস্তায় ভর্তি করে সেখানে বেগুন, মরিচ এবং আদা চাষ শুরু করেন। অল্প সময়ের মধ্যে ফলন আসলে, তা দিয়ে পরিবারের চাহিদা মিটান। এখন তিনি ১৫০টি বস্তায় আদা, মরিচ, বেগন চাষ করেছেন। ফলন ভাল হয়েছে। নিজের চাহিদা মিটানোর পর বিক্রি শুরু করেছেন। 

ধোপাডাঙ্গা ইউনিয়নের শামসুল হক জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শক্রমে বস্তায় সবজি চায় শুরু করি। বর্তমানে ১০০ বস্তায় বেগুন, মরিচ ও আদা চাষ করছি। অল্প খরচে বস্তায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটানো সম্ভাব। 

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন জানান, শহরের ছাদ বাগানের গল্প শুনে এখন গ্রামের কৃষকরা বস্তায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে। এক জনের দেখে অনেকে বস্তায় সবজি চাষ করতে শুরু করেছে।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, তার ব্যক্তিগত উদ্যোগে বস্তায় সবজি চাষের ব্যাপারে তিনি কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছেন প্রতিনিয়ত। পাশাপাশি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কৃষকদের পরামর্শ প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। সেই সাথে বীজও সরবরাহ করে আসছেন। সে কারনে উপজেলায় ২০০ জন কৃষক বস্তায় সবজি চাষ শুরু করেছেন। শুধু বর্ষাকালে নয়, সব সময় বস্তায় সবজি চাষ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad