Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৪:১৮

সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে জান্নাতি আকতার (১৮মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ (বুধবার, ৫ মার্চ) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আব্দুল জলিল মিয়ার নলকুপের পাড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জান্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতির মা জেসমিন বেগম কাপড় ধূয়ে বালতি ভর্তি পানি নলকুপের পাড়ে রেখে গোয়াল ঘরে গরুকে খড় দিতে যায়। এসে দেখে জান্নাতি বালতির পানিতে ওপর হয়ে পড়ে রয়েছে। জেসমিন বেগমের চিৎকারে পরিবারের সদস্যরা ছুঁটে এসে দেখে জান্নাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানার এসআই সামছুল হক ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে। 

বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা ঘটে থাকে। এ থেকে শিক্ষা নেয়া উচতি।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সেলিম রেজা বলেন, এনিয়ে থাায় ইউডি মামলা হয়েছে। কোন প্রকার অভিযোগ না থাকায় পিতা-মাতার আবেদনের ভিত্তিত্বে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad