Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৩

সুন্দরগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বাসনের দাবি

সুন্দরগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাশিমবাজার চরে নদী ভাঙনে বাস্তুহীন মানুষ আশ্রয় নিয়েছিল বাঁধে। হরিপুর-চিলমারী সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য তাদের উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি অনেক আগে থেকে বাস্তুহীন মানুষদের পুনর্বাসনের দাবি করে আসছে। কিন্তু পুনর্বাসন না করেই উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। 

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে কাশিমবাজার লকিয়ার চরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা নেতা এমদাদুল হক মিলন, সুন্দরগঞ্জ উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, স্থানীয় ক্ষেতমজুর নেতা মঞ্জু মিয়া প্রমুখ। 

বক্তারা অবিলম্বে বাস্তুহারা মানুষদের পুনর্বাসনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad