সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পৌরসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) থানা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র ছামিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মশিউর রহমান বিল্পব, মাহবুবুর রহমান, শাহীন মিয়া, পৌরসভার কর্মচারী রাজু মিয়া, মোখলেছুর রহমান প্রমুখ।
প্যানেল মেয়র ছামিউল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বৃষ্টির পানি জমতে পারে এমন কিছু বাইরে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, ঘরের মধ্যে মশার বংশবিস্তার রোধ করা। পাশাপাশি মশারি বা মশা নিধক উপাদান ব্যবহার করা, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া। এসব কাজে সচেতনতা বৃদ্ধিতে সকলকে সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে।
থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে মশা নিধন ও পরিছন্নতা কর্মসূচির কাজে এগিয়ে আসতে হবে।