সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
পদযাত্রার নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, পুলিশের পর হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ রোববার দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ, মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, সহ-সভাপতি আহসান আজিজার সরদার, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুবলীগ নেতা মারুফ হোসেন বাদল, শহিদুল ইসলাম রানা প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা দলীয় কার্যালয়ে ভাষাদিবস উদ্যাপন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।