Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৪

সুন্দরগঞ্জে শুভ জন্মাষ্টমী উদযাপন

সুন্দরগঞ্জে শুভ জন্মাষ্টমী উদযাপন

সুন্দরগঞ্জ প্রতিনিধি►

সুন্দরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মালম্বী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব ও জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক জিতেন চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, প্যানেল মেয়র সামিউল ইসলাম, কাউন্সিলর দিপক কুমার বাবলু, কঞ্চিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দূর্লভ চন্দ্র, পূজা উদযাপন কমিটির যুগ্ম আহব্বায়ক নিমাই ভট্টাচার্য, আলপনা গোস্বামী, ধর্মীয় আলোচ্যক সুনীল কুমার, প্রভাষক নিত্যানন্দসহ পূজা উদযাপন কমিটির সদস্যগণ ও ধর্মীয় ভক্তবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বর্ণ্যাঢ্য র‌্যালী কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে মীরগঞ্জ মহামায়া আশ্রম প্রাঙ্গনে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাধা গোবিন্দের বিগ্নহ স্থাপন ও চতুর্থ প্রহর ব্যাপী অপ্রাকৃত নীলাকীর্তন অনুষ্ঠিত হয়। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা দেবাশীষ কুমার সাহা। মহামায়া আশ্রম সভাপতি বাবু তমাল চন্দ্র সাহার আমন্ত্রণে মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম শুভ আর্বিভাব ও জন্মাষ্টমী পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad