সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর থানার রাধাকৃষ্ণপুর গ্রামের আবু কালাম ম-লের ছেলে ফরিদ মিয়া (২৪), ইন্দিরাপাত গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দীন মোহাম্মদ (১৯) ও ঢাকার সাভারের টেংগুরী গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।