তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জলবায়ু মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের অর্থায়নে এবং স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আয়োজনে আজ (সোমবার, ২১ জুলাই) বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ শিক্ষার্থীদের মাছে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপাস্থত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. আব্দুর রহিম, (SLCRDCR-||) প্রকল্পের টেকনিক্যাল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর এস এম মাসুদুর রহমান, মো. রওশন আলম প্রমুখ। শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মচারী ও বিদ্যালয়ের শোভা বর্ধনের জন্য গাছের ছারা বিতরণ করে প্রকল্পটি।