নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পাঁচপীর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পাঁচপীর বাজারের শহিদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাঁচপীর শাখা সম্পাদক কমরেড খয়বর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।
সম্মেলনে কমরেড সাহাব উদ্দীনকে সর্বসম্মতিক্রমে শাখা সম্পাদক নির্বাচন করা হয়। পরে পাঁচপীর শহিদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।