Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৪

সুপারভাইজার থেকে চালক এ কারণেই ঝালকাঠিতে বাস দুর্ঘটনা

সুপারভাইজার থেকে চালক এ কারণেই ঝালকাঠিতে বাস দুর্ঘটনা

মাধুকর ডেস্ক ►

মোহন হাওলাদার সুপারভাইজার থেকে হয়েছেন বাসের চালক। ভারী যানবাহন চালানোর অনুমতি না থাকলেও যাত্রীবাহী বাস চালানোর সময় ঝালকাঠিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে দুর্ঘটনা ঘটেছে। গত শনিবার ভয়াবহ এ দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।

২০২০ সালে হালকা যানবাহনের লাইসেন্স নেন। বছরখানেক আগে মালিক জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আকন মোহন হাওলাদারকে চালক হিসেবে নিয়োগ প্রদান  করেন। এর আগে তিনি ‘বাসার স্মৃতি’ পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন। 

এদিকে রবিবার রাতে চালক, সুপারভাইজার ও হেল্পারকে আসামি করে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন এসআই সুশংকর মল্লিক। মামলা দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

ঝালকাঠি বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের মডেলের বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪৬৫৪৯) ফিটনেসের মেয়াদ আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। ট্যাক্স টোকেন একই বছরের ৯ মে এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত। তবে বাসটি খুলনা-বরগুনা পথে অনুমতি থাকলেও চলাচল করছিল ভা-ারিয়া-বরিশালে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad