Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৮

সুপারিভর্তি বস্তায় মিললো ফেনসিডিল, কারবারি গ্রেফতার

সুপারিভর্তি বস্তায় মিললো ফেনসিডিল, কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক মাদক কারবারিকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে সুপারিভর্তি একটি চটের বস্তার ভেতরে ৭০ বোতল ফেনসিডিল ও ৮০০ পিস সুপারি উদ্ধার করা হয়। সেইসঙ্গে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad