মাধুকর ডেস্ক ►
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন ও ভোটের অধিকার আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে, ভোট চোরদের কাছে অবাধ নির্বাচনের বিষয়ে শিখতে হবে না। আজ শুক্রবার (৬ই অক্টোবর) বিকেল ৪টার দিকে গণভবনে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন বয়কট করেছে, ভোট চুরি করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এখন তাদের কাছ থেকে শুনতে হয় সুষ্ঠু নির্বাচনের কথা, এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। আওয়ামী লীগই নেতৃত্বেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করেছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের নামে অতিরিক্ত মাতামাতি সন্দেহজনক, আসলে তারা নির্বাচন বানচাল করতে চায় কিনা সেটা বুঝতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই দেশের উন্নতি হয়েছে। হঠাৎ কেন নির্বাচন নিয়ে এতো কথা হচ্ছে? দেশে এতো উন্নয়ন হচ্ছে সেগুলো তাদের মাথাব্যাথা কিনা এমন প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়। আমি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছি।