লালমনিরহাট প্রতিনিধি ►
লালমনিরহাটের পাটগ্রামে সেপটিক ট্যাংক সংস্কারের সময় খয়রুল ইসলাম (৩৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এরশাদ নামে আরও একজন অসুস্থ হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খয়রুল ইসলাম (৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি এলাকার অহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের জুলফিকার আলীর বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ হয়। শনিবার বিকেলে খয়রুল ও এরশাদ সাটারিংয়ের মালামাল খুলতে ট্যাংকিতে নামেন। এসময় খাইরুলের কোনো সাড়া না পেয়ে এরশাদ নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খায়রুল ইসলামের মৃত্যু হয়। এরশাদকে গুরুতর অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তুহিন মিয়া বলেন, বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ী জুলফিকার আলীর বাড়িতে নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক কাজ করেন। আজ সেপটিক ট্যাংকের সাটারিংয় খুলতে গিয়ে এক শ্রমিক মারা গেছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।