সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি►
নীলফামারীর সৈয়দপুরসহ আশেপাশের আকাশে গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার (১২ জানুয়ারি) পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। মধ্যরাত থেকে দিনব্যাপী ঘন কুয়াশার সাথে হালকা বাতাস থাকায় বেড়েছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুরগামী তিনটি উড়োজাহাজ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। গত প্রায় ৩ দিন থেকে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। যা গতকাল বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় এ অঞ্চলের তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে দৃষ্টিসীমা ৮০০ মিটার থাকায় সূচি অনুযায়ী তিনটি ফ্লাইট অবতরণ করেনি। রানওয়েতে ফ্লাইট উঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার প্রয়োজন।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব ঘোষ বলেন, গত মঙ্গলবার থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকার কারণে সকালের দিকে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত হয়েছে। এর ফলে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে সূচি অনুযায়ী ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইটগুলো চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে ঘন কুয়াশা হলেও সকালের এসব ফ্লাইট বাতিলও করা হচ্ছে না।