সৈয়দপুর প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে চিহ্নিত গাঁজা বিক্রেতা দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট চান্দিয়ার ব্রীজ এলাকায় হিন্দুপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো সেলিনা বেগম (৪৬) ও লাইলি বেগম (৬০)। এসময় তল্লাশি করে কাছ থেকে গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এরা দুই জন চিহ্নিত গাঁজা বিক্রেতা। দীর্ঘদিন থেকে বোতলাগাড়ী ইউনিয়নে মাদক বিক্রি করে আসছে।
পুলিশ জানায়, এলাকার মাদক সম্রাট সাধুর বাড়ি হতে সেলিনা বেগমকে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৭৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ১ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়। আর লাইলি বেগমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮ হাজার ৫শ টাকা।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের দিকনির্দেশনায় ও পরামর্শে ওই দুই নারী গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।