Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৯-২০২৩, সময়ঃ রাত ০৮:২২

সৈয়দপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

সৈয়দপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি►

বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি এই কর্মসূচীর আয়োজন করে।

বিকাল ৫ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে। পরে ওই অফিসের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার। বক্তব্য রাখেন, সিনিয়র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, শওকত হায়াত শাহ, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামাণিক, মানোয়ার হোসেন,  এম এ পারভেজ লিটন।

সৈয়দপুর উপজেলা সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর সভাপতি হাজী রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদল আহ্বায়ক তারিক আজিজ, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রিপা বেগম, কৃষকদল সভাপতি মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, ছাত্রদল সভাপতি আরমান, সাধারণ সম্পাদক বাপ্পি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বিএনপি'র প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে। সদ্য স্বাধীন দেশে বাকশালী শোষণ কায়েম করে পাকিস্তানিদের চেয়েও ভয়ংকর লুট, তরাজ, জুলুম, দখল শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যার ফলে ভয়াবহ নৈরাজ্য ও দূর্ভিক্ষ দেখা দেয়। ভারতীয় আধিপত্যে দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে।

সেই ক্রান্তিকাল জাতি যখন দিশেহারা, শোষণে জর্জরিত ও বিভক্ত।  তখন স্বাধীনতার ঘোষল, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad