সৈয়দপুরে ৩ ইটভাটার ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর প্রতিনিধি ► ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিনটি ইটভাটার ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী পরিবেশ অধিদপ্তর পরিচালিত অভিযানের সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন। ইটভাটাগুলো হলো উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার মোছা. নারজুমেরা খাতুনের মালিকানাধীন মেসার্স এ বি এল ব্রিকস এবং কুজিপুকুর এলাকার মো. আব্দুর রাজ্জাক (রাজু) এর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ও মো. জাহিদ সরকার এর মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এই জরিমানা করা হয়েছে। নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। ইটভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। ইটভাটায় মাটি সংগ্রহ না করার জন্য সতর্ক করা হয়।
নিউজটি শেয়ার করুন