পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জে ৫’শ অস্বচ্ছল রোজাদার নারী-পুরুষের মাঝে বিনামূল্যে সেহরি ও ইফতারীর সামগ্রীর খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান এর তহবিল থেকে 'কিংডম অব সৌদি আরব' এর পক্ষে ওই খাদ্য ঝুঁড়ি এসেছে। গতকাল শনিবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের চতরা ইমাম বোখারী (র:) এ্যারাবিক মডেল মাদরাসার মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, ইমাম বোখারী (র:) এ্যারাবিক মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ড.ওসমান গনি, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন, মাদরাসাটির পরিচালক মুঞ্জের হোসেন, সৌদি আরবের দাতা সংস্থার পক্ষে আল আমিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান রাজু, সমাজসেবক নুরুল হক সানু, মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি খাদ্য ঝুঁড়িতে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ লিটার তেল এবং ১ কেজি করে লবন ছিল বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ অস্বচ্ছলদের তালিকা প্রনয়ণ করেছেন। ড. ওসমান গনি বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান এর ত্রাণ ও মানব সেবা কেন্দ্র থেকে এবারই পীরগঞ্জে প্রথম ৫'শ জন রোজাদার নারী-পুরুষের মাঝে বিনামূল্যে ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ি বিতরণ করা হলো। তিনি আরও বলেন, বাংলাদেশের ৬৬ টি স্থান থেকে এই খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে।