নিজস্ব প্রতিবেদক ►
ইউএসএআইডিএর অর্থায়নে কেয়ার বাংলাদেশের এর সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন SHOUHARDO III Plus কর্মসূচির আওতায় ১ থেকে ২ মার্চ ২০২৩ (২ দিনব্যাপি) M&E activities and MIS system বিষয়ে SKS Inn এ ট্রেনিং এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ৬টি উপজেলার ৪৫জন প্রকল্প কর্মী অংশ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ মোঃ জাকিরুজ্জামান, মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, মোঃ আল-আমিন, মোঃ খায়রুল মনির চৌধুরী, মোঃ জাহেদুল ইসলাম ও জুবাইদুর রহমান।
প্রশিক্ষণে প্রকল্পের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও আইসিটি মোবাইল এপ্লিকেশন মাধ্যমে ডাটা প্রেরণের উপর আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন SHOUHARDO III Plus& DRR কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এ,কে,এম, আব্দুল মতিন ও সহকারি প্রোগ্রাম ম্যানেজার মোঃ এনায়েতুল্লাহ।