গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে ‘স্থানীয় সরকারের স্থায়ী কমিটিতে সকল জাতির অংশগ্রহন নিশ্চিতের দাবীতে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম এই আয়োজন করে।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন পরিষদের ইউডিসি মো. সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী মেম্বর মোছাঃ পারসিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ দেলোয়ার হোসেন ধলু, শিক্ষক শিমুল হাসদা, শ্রী সন্তোষ রবিদাস, গ্রাম পুলিশ, রাফায়েল মুর্মু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইপি ফেলো বিট্রিস সরেন।
এ সময় বক্তরা স্থানীয় সরকারের স্থায়ী কমিটিতে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সেই সাথে সকল জাতিকে সর্বক্ষেত্রে সমানভাবে সুযোগ সুবিধা নিশ্চিত করে দেয়ার কথা বলেন। ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন ধলু বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে সাঁওতালসহ অন্য কোন জাতিগোষ্ঠীর সদস্য নাই। ভবিষ্যতে আমরা সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা করবো। যে তার কমিউনিটির কথা ইউনিয়ন পরিষদে তুলে ধরবেন।