Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৪, সময়ঃ সকাল ১১:৫৫

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে জেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা ‘হাসিনা গেছে যেই পথে, সাখাওয়াত যাবে সেই পথে’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরেরর বিভিন্ন সড়ক ঘুরে আবারও বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আবারও আওয়ামী লীগকে সামনে এনে দেশে অরাজকতা তৈরি করতে চায়। স্বৈরাচার হাসিনা দ্বারা ছাত্র-জনতা হত্যার রক্ত না শুকাতেই তিনি আওয়ামী লীগকে দেশে প্রতিষ্ঠিত করার পায়তারা করছেন। গণমাধ্যমে দেয়া বক্তব্য তিনি শিগগিরই প্রত্যাহার না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুবদলের জেলা সভাপতি রাগীব হাসান চৌধুরী ও ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমসহ অনেকেই।

প্রসঙ্গত, সোমবার (১২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad