নিজস্ব প্রতিবেদক ►
স্বাধীনতা দিবস উপলে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ায় ক্যানভাস আর্ট স্কুলে আজ সোমবার দুপুরে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যান সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রকৌশলী ফরমান আলী। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ স¤পাদক প্রকৌশলী রোকনউদ্দৌলা রোকন, প্রকৌশলী সহ-সভাপতি সোহরাব আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, কোষাধ্য প্রকৌশলী চমক কুমার সরকার, দপ্তর স¤পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, বিদ্যালয়ের পরিচালক শেখ মাজেদুল আবেদিন, সহকারী শিক রুবা খাতুন, মনা বেগম প্রমুখ। প্রতিযোগিতায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার শুরুতে সংস্থার সভাপতি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের গাইবান্ধা ও তথা দেশ গড়ার কারিগর। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে গাইবান্ধাসহ বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।