দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে ‘স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র চ্যম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টেন্স ক্রিকেট একাডেমি। রানার্স আপ হয়েছে কেমন দিনাজপুর ক্রিকেট একাডেমি। চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
রবিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দান মাঠে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে এ টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১ টায় শুরু হয় কেমন দিনাজপুর ক্রিকেট একাডেমি ও ঢাকা ইন্টেন্স ক্রিকেট একাডেমি মধ্যে ম্যাচ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি শফিকুল হক ছুটুর সভাপতিত্বে ও টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক প্রেসকাব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ।
এ ছাড়া বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আজমাইন কবীর রাশিক, সদস্য সচিব পৃথিল প্রমুখ। এছাড়া টুর্নামেন্টের চুড়ান্ত খেলা শেষে মনোমুগ্ধকর ডিসপ্লের প্রদর্শন করা হয়। এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, টুর্নামেন্টে দিনাজপুর, ঢাকা, রংপুর, রাজশাহীসহ ১২ টি দল অংশগ্রহন করে। ধারাভাস্যকার ছিলেন মোঃ রফিক।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, খেলাধুলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশকে পরিচিতি করতেই দিনাজপুর থেকেই শুরু করা হয়েছে এ টুর্নামেন্ট। যা স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই টুর্নামেন্ট দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল উন্নয়নে বাংলাদেশ হয়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।