সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে 'স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৮ টায় লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করা হয়।
এর আগে একই মঞ্চে 'কিছু করি' নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোগো উম্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে সেমিনারের মূল প্রতিপাদ্যের কার্যক্রম সম্পর্কে ধারণা উপস্থাপন করেন, ব্র্যাক ইউনিভার্সিটর প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ব্র্যাক দ্বিচারি, ব্র্যাক অল্টার, স্টুডেন্ট রিসার্চার, ল্যাবরেটরি অফ স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুনতাসীর আহাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, সৈয়দপুর ক্যান্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক কাইয়ুম খান, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লোকমান হাকিম, সাংবাদিক জসিম উদ্দিন ও এম আর আলম ঝন্টু প্রমুখ।
মুনতাসিট আহাদ তার আলোচনায় বলেন, উত্তরের জনপদ সৈয়দপুরকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ তৈরীতে সহযোগীতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্কশপ হবে। প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতায় শিক্ষার্থীদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সংযুক্ত করা হবে।
পরবর্তীতে স্কিল স্টুডেন্টদের দেশে বিদেশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ও প্রজেক্টে কর্মসংস্থান করে দেয়ার মাধ্যমে স্বাবলম্বী করা হবে। সেইসাথে দেশের এই সেক্টরে দক্ষকর্মী নিয়োজিত করে নিজস্ব উৎপাদন কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক অর্থ সাশ্রয় এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধনে অবদান রাখা হবে।
আমি যেহেতু সৈয়দপুরের ছেলে তাই শিক্ষানগরী খ্যাত এই শহরের বর্তমান ও আগামী প্রজন্মকে স্মার্ট মেধা, মনন ও প্রযুক্তির মানুষ হিসেবে গড়ে তুলতেই আমার এই প্রয়াস। যাতে ফ্রিল্যান্সিং করার জন্য এই খাতে জনশক্তি সরবরাহের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি।
সৈয়দপুরের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। পাশাপাশি মাদকের কবলে অনেকেই ধরাশায়ী। এমন একটি সৃজনশীল কাজে সম্পৃক্ত করার দ্বারা শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা যাবে এবং বেকারত্বও ঘোচানো সম্ভব হবে। এজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।