নিজস্ব প্রতিবেদক ►
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস গাইবান্ধার আয়োজনে ১৩ জুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসকেএস স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, এসকেএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার। আলোচনা সভার শুরুতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. কবির উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবির, এসকেএস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ডা. অনামিকা সাহা প্রমুখ।