দিনাজপুর প্রতিনিধি ►
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে নতুন ভুষিরবন্দর এলাকার আত্রাই নদীর ওপর ব্রিজের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার সদর উপজেলার রামডুবি ফুলবন এলাকার মোকসেদুল হকের ছেলে সাকিবুল ইসলাম সজীব (২০) ও আনিছুর রহমানের ছেলে মাজাহারুল ইসলাম (১৯)। তারা স্পম্পর্কে চাচাতো ভাই।
দিনাজপুর হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।