সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
পবিত্র হজ পালনের জন্য বাইসাইকেলযোগে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন সাইকেল মেকার আইয়ুব আলী আকন্দ (৬৫)। গত বুধবার (১০ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রাম থেকে তিনি যাত্রা শুরু করেন।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনজুরুল ইসলাম রেজওয়ান এই তথ্য নিশ্চিত করে জানান, এতক্ষণে (বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা) তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পৌঁছানোর কথা।
তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনে আইয়ুব আলীর এক স্ত্রী ছাড়াও এক মেয়ে ও চার ছেলে রয়েছে। তারা সকলেই বিবাহিত।
আইয়ুব আলী আকন্দ সাংবাদিকদের জানান, বিমান (উড়োজাহাজ) ভাড়া দেওয়ার আর্থিক সামর্থ্য তার নেই। এ কারণে মনের ইচ্ছা পুরুনে বাইসাইকেল চালিয়েই পবিত্র ভূমি মক্কার উদ্দেশে তিনি রওনা হলেন। যাত্রা পথের প্রয়োজনীয় সকল জিনিসপত্রসহ টাকা পয়সা তিনি সাথে নিয়েছেন।
তিনি আশা করছেন প্রথমে বাংলাদেশের দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন। এরপর পাকিস্তান, আফগানিস্তান ও ইরান হয়ে পবিত্র মক্কা ভূমিতে পৌঁছতে তার ৬ মাস সময় লাগবে।
আইয়ুব আলী আরও বলেন, “প্রতিদিন কমপক্ষে ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ বাইসাইকেল চালাতে পারলে উল্লেখিত সময়ের মধ্যে পবিত্র মক্কা ভূমিতে পৌঁছতে পারবো। আর রাতযাপন করবো মসজিদে। বাকিটা আল্লাহর উপর ভরসা।”
আইয়ুব আলীর ছেলে বেলাল উদ্দিন আকন্দ জানান, বাবা হজ করার জন্য বাইসাইকেলযোগে সৌদি আরব যাবার উদ্দেশে গত ৬ মাস থেকে তিনি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। এ সব প্রয়োজনীয় কাগজপত্র, পার্সপোর্ট ও ভিসা তিনি সঙ্গে নিয়েছেন।