Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৫

হাজার কোটি টাকার উপরে সম্পত্তির মালিক ক্রিকেটার বিরাট কোহলি

হাজার কোটি টাকার উপরে সম্পত্তির মালিক ক্রিকেটার বিরাট কোহলি

মাধুকর ডেস্ক ►

বিশ্বের ক্রিকেট ইতিহাসে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা কতখানি তা ক্রিকেট দুনিয়ার ভক্তরা খুব ভালো করেই জানেন। দলের বিজয় হলে তার মুখে যে হাসি ফুটে ওঠে তা একেবারে প্রাণখোলা হাসি। আবার দলের পরাজয় বা সাময়িক ব্যর্থতায় মুখে যেন একজন গুরু গম্ভীর মানুষের চেহারাটাই ফুটে উঠে। বিরাট কোহলির জনপ্রিয়তা তাই শুধু ক্রিকেট জগতেই নয় বাণিজ্যিক প্রতিষ্ঠানেও তার বিজ্ঞাপন দিতে প্রথম সারিতে দু-একজনের মধ্যে ডাক পড়ে এই মেধাবী ক্রিকেটার বিরাট কোহলির। 

যতই ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন, যতই ব্যাটে রানের খরা থাকুক, বাণিজ্যিক জগতে বিরাট কোহলির বাজারদর একে বারেই কমেনি। বরং যত দিন যাচ্ছে ততই বাড়ছে কোহলির কদর। সম্প্রতি একটি প্রকাশিত সমীক্ষা থেকে জানা যায় কোহলির সম্পত্তি এক হাজার কোটি টাকারও বেশি। কি ভাবে এতো টাকা আয় হয় বিরাটের? বেশির ভাগ টাকাই আসে স্পনসর এবং বিপণন থেকে। তবে ক্রিকেট থেকেও তার আয় কম নয়। বোর্ডের বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ স্তরে রয়েছেন তিনি। বছরে সাত কোটি টাকা পান। এ ছাড়াা টেস্ট বাবদ ১৫ লক্ষ, এক দিনের ম্যাচ বাবদ ছয় লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচ বাবদ তিন লক্ষ টাকা করে পান। আইপিএলের দল আরসিবি থেকে বছরে ১৫ কোটি টাকা করে পান। ক্রিকেট থেকে মোটামুটি এটাই কোহলির আয়।

সম্প্রতি ভারতের পশ্চিম বঙ্গের খুবই জনপ্রিয় আনন্দ বাজার পত্রিকা তাকে নিয়ে এ সমস্ত বিষয়ে একটি নিবন্ধ লিখেছে। এই নিবন্ধ থেকেও তার আয়ের বিভিন্ন খবর জানা যায়। অন্যান্য  সূত্রের খবর অনুযায়ী প্রতিটি বিজ্ঞাপন শুট করার জন্যে সাড়ে সাত থেকে ১০ কোটি টাকা করে নেন কোহলি। এটি এক দিনের রোজগার। শুটিংয়ের দিনের সংখ্যা বাড়লে টাকার পরিমাণ ততটাই বাডবে। এই মুহূর্তে কোহলি ২৬টি সংস্থার সাথে জনপ্রিয় পন্যের বিজ্ঞাপনে সম্পৃক্ত আছেন। বিজ্ঞাপন থেকে প্রতি বছর আনুমানিক ১৭৫ কোটি টাকা আয় করেন কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও কোহলির আয় কম নয়। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট করার জন্যে কোহলি ৮.৯ কোটি টাকা করে পান। টুইটারে এই টাকার পরিমাণ আড়াই কোটি। দিল্লির এই ব্যাটার বিনিয়োগকারী হিসাবেও পরিচিত। পাঁচটি স্টার্ট-আপ রয়েছে তাঁর। দু’টি নামী রেস্তরাঁ এবং একটি বস্ত্রবিপণী রয়েছে। 

বিভিন্ন ক্লাবেও কোহলির বিনিয়োগ রয়েছে। অতীতে আইএসএলের ক্লাব এফসি গোয়ায় বিনিয়োগ ছিল তাঁর। এ ছাড়াা একটি টেনিস দল এবং একটি  প্রো-রেসলিং দলেও তাঁর বিনিয়োগ রয়েছে। মুম্বাইয়ে ৩৪ কোটি এবং গুরুগ্রামে ৮০ কোটি টাকার দু’টি বাড়ি রয়েছে কোহলির।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad